মানুষ স্বপ্ন দেখে। একসময় সেটা ভুলেও যায়। প্রকৃতি ভোলে না। স্বপ্নের শলাগুলো তুলে রাখে সযত্নে। কম্পাস নামের ছেলেটিও স্বপ্ন দেখেছিল। সে তার স্বপ্নের পাঁজর ভাঙার শব্দ শুনে জেগে উঠেছে। স্বপ্ন দেখার অধিকার মনে হয় সকলের নেই! স্বপ্নেরা পৃথিবীর মতো; ছায়া হয়ে ঘুরে বেড়ায়। ধরতে চাইলে সরে যায়, ফিরে এলে পিছু নেয়। কম্পাস কি তার স্বপ্নগুলো ছুঁয়ে দেখতে পেরেছিল?
গল্পের একটি জায়গায় সমস্যা মনে হয়েছে। কম্পাসের বন্ধু জিসান ১১ বছর আগে জার্মানি চলে গেলে কম্পাসের সাথে তার চাকরি চলে যাওয়ার পর দেখা করলো কিভাবে? কারণ মুসকানের সঙ্গে কম্পাসের ওই ৬ মাস সময়ের মধ্যে জিসানের থাকার কথা নয়।
Read all reviews on the Boitoi app