'নোবেল বিজয়ী কবিঃ ভিসোয়াভা সিমবোরস্কা' বকুল আশরাফের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ। এই গ্রন্থে পোলিশ ভাষায় লিখিত কবি ভিসোয়াভা সিমবোস্কা'র নির্বাচিত কিছু কবিতা বাংলায় অনুবাদ করেছেন।পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অস্থির বৈশ্বিক সময়ে কবি সিমবোস্কা'র শৈশব, বেড়ে ওঠা, বিয়ে, সামাজিক জীবন এসব বিষয়েও আলোকপাত করেছেন বকুল আশরাফ। এমন কষ্টসাধ্য একটি কাজ পাঠকের জন্য পরিবেশন করায় কবি বকুল আশরাফকে ধন্যবাদ।