গল্পের প্রধান চরিত্র "নীলাম্বরী" যার মা ছোট বেলায় মারা যায়। তারপর বাবা নতুন বিয়ে করে ঘরে সৎ মা নিয়ে আসেন। এরপর শুরু হয় ছোট দুই ভাই বোনকে নিয়ে তার একার লড়াই। ভাই বোনদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য নীলাম্বরীর প্রানপন চেষ্টা আর দিনশেষে সৎ মায়ের অত্যাচার। এর মাঝে হঠাৎ করে তার জীবনে আগমন হয় "সীমান্তের"। সীমান্ত আসার পর নীলাম্বরীর জীবনে কি আদৌ কোনো পরিবর্তন আসে? জানতে হলে পড়তে হবে " নীলাম্বরী"।