আপনার পাঠ্যটি সম্পূর্ণ সঠিক এবং গঠনমূলক। এখানে কোনো বানান, বিরামচিহ্ন, বা ব্যাকরণগত ত্রুটি নেই। তবে, প্রয়োজনে শব্দচয়ন বা বাক্যের রীতি আরও মসৃণ করার জন্য নিচে সামান্য পরিবর্তিত সংস্করণ দেওয়া হলো: ইসলামী আকীদা পর্যালোচনা করলে দেখা যায়, সঠিক বিশ্বাসই মানুষের সফলতা ও সৌভাগ্যের মূল ভিত্তি। এটি মানুষের জীবন পরিচালনার প্রধান শক্তি হিসেবে কাজ করে। সঠিক বিশ্বাস মানুষকে মানবতার শিখরে উন্নীত করে এবং তার জীবনে অফুরন্ত শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ইসলামের মূল ভিত্তি হলো সঠিক বিশ্বাস বা ঈমান। ঈমান ছাড়া কোনো ইবাদত বা সৎকর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঈমান ও কর্মের সমন্বয়ের মাধ্যমেই ইসলাম পূর্ণাঙ্গ রূপ লাভ করে। বাংলাদেশের মুসলমানদের মধ্যে কিছু অনন্য বৈশিষ্ট্য বিদ্যমান, যা তাদের অন্যান্য মুসলিম জনগোষ্ঠীর তুলনায় আলাদা করে তোলে। এই বৈশিষ্ট্যগুলো হলো: 1. **ভক্তিপ্রবণতা**: বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত ভক্তিপূর্ণ। তাঁরা ইসলাম ধর্মকে গভীরভাবে ভালোবাসেন এবং আল্লাহ ও তাঁর প্রিয় রাসূলের প্রতি গভীর ভক্তি প্রদর্শন করেন। ইসলামী আদর্শ ও আচরণ মেনে চলার ক্ষেত্রে তাঁরা বরাবরই আগ্রহী। 2. **সরলতা**: বাংলাদেশের মুসলমানরা সাধারণত সরলপ্রাণ। ইসলামের নামে যা বলা হয়, তাঁরা সহজেই তা মেনে নেন এবং বিশ্বাস করেন। 3. **ভদ্রতা ও বিনয়**: এ দেশের মুসলমানদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের ভদ্রতা ও বিনয়। যখন তাঁরা কোনো বিষয়ের সত্যতা সম্পর্কে অবগত হন, অধিকাংশ ক্ষেত্রে তা মেনে নেন এবং নিজের ভুল স্বীকার করতে কুণ্ঠাবোধ করেন না। বিভিন্ন দেশের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে দাও'আতী কাজে নিয়োজিত বিদেশি কর্মীরাও বাংলার মুসলমানদের এই গুণাবলির প্রশংসা করেছেন। তাঁরা বাংলার মুসলমানদের ভক্তি, সরলতা, এবং বিনয়ের প্রশংসা করেছেন, যা ইসলামের সুমহান শিক্ষা ও আদর্শের প্রকৃত প্রতিফলন।
"আমাদের মুসলিম সমাজে অনেকেই শিরক এবং কুফরিতে লিপ্ত শুধুমাত্র সঠিক জ্ঞান না থাকার কারনে। অথচ তওবা ছাড়া শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। মুশরিক বা কাফির অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম। এই বইটি আপনাকে শিরক ও কুফর সম্পর্কে ধারনা দিবে ফলে আপনি এগুলো থেকে বেচেঁ থাকতে পারবেন। সঠিক আকীদা বুঝে সত্যিকার মুসলিম হতে পারবেন ইনশাআল্লাহ।"
সেরা, সেরা, সেরা। আকিদা এর বিষয়ে জানার জন্য সেরা একটি বই।
Read all reviews on the Boitoi app
❤️
আলহামদুলিল্লাহ!! এনার আরও বই দরকার
সকলের জন্য অবশ্যম্ভাবী পঠিত একটি বই
ইসলামের খুটিনাটি
অসাধারণ বই কোন সন্দেহ নেয়।
প্রতিটি মুসলিমের জন্য অবশ্য পঠিতব্য কিতাব
আকিদা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বই। সবারই পড়া উচিত।
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের আরো বই চাই😍
❤️❤️❤️