পাইন বনের যুদ্ধ ধারণ করতে চায় ক্রসেডের প্রেক্ষাপট ও প্রথম ক্রুসেডের ইতিহাস। তবে বইয়ের ভাষা বর্ননামূলক নয়, তাতে আছে গল্পের আমেজ। ক্লেরমন্টের সম্মেলন থেকে শুরু হওয়া এ গল্প নিকিয়া, এডেসা ও এন্টিয়ক অতিক্রম করে পৌছে যায় জেরুসালেমের ফটকের সামনে। নানা ত্যাগ ও সাহসিকতার গল্প সামনে এগিয়ে নেয় পাঠককে, সমান্তরালে থাকে ভীরুতা ও কাপুরুষতার আখ্যানও। গল্পভাষ্য হলেও বইটি নিছক কল্পনা নয়, এতে আছে বিশুদ্ধ ইতিহাসও।
"গল্পভাষ্যে ক্রুসেডের ইতিহাস নিয়ে পড়া প্রথম বই। খুবই ভালো লেগেছে। আল্লাহুম্মা ফীক। লেখকের বাকি ইতিহাস রিলেটেড বইগুলো ও উইশলিস্টে যোগ করে নিলাম। মুসলিম শাসকদের মধ্যকার কোন্দল ভীষণ পীড়া দিয়েছে। যথারীতি এখন ও মুসলিম শাসকগণ আত্মমগ্ন হয়ে আছে, বরং বহুগুণে বেড়েছে। আল্লাহ আমাদের হাজারো মাওদুদ বিন তুনিতকিন দিয়ে মুসলিম উম্মাহকে একত্রিত করুন, একই পতাকাতলে নিয়ে আসুন।"
গল্পভাষ্যে ক্রুসেডের ইতিহাস নিয়ে পড়া প্রথম বই। খুবই ভালো লেগেছে। আল্লাহুম্মা ফীক। লেখকের বাকি ইতিহাস রিলেটেড বইগুলো ও উইশলিস্টে যোগ করে নিলাম। মুসলিম শাসকদের মধ্যকার কোন্দল ভীষণ পীড়া দিয়েছে। যথারীতি এখন ও মুসলিম শাসকগণ আত্মমগ্ন হয়ে আছে, বরং বহুগুণে বেড়েছে। আল্লাহ আমাদের হাজারো মাওদুদ বিন তুনিতকিন দিয়ে মুসলিম উম্মাহকে একত্রিত করুন, একই পতাকাতলে নিয়ে আসুন।
Read all reviews on the Boitoi app
মাশাল্লাহ। ইমরান রাইহান ভাইয়ের অসাধারণ একটি বই।
মাশাল্লাহ অসাধারণ একটি বই।আল্লাহ তায়ালা আপনার লেখনিতে বারাকাহ দান করুক।
আলহামদুলিল্লাহ। অসাধারণ বই। অনেক সুন্দর। ইতিহাস এর তৃষ্ণা তৈরি করবে, সাহিত্যের মাধ্যমে ইতিহাস। অনেক শিক্ষা নেয়া হলো। লেখক সম্পর্কে আর কি বলব, যারা তার পাঠক তারা আলহামদুলিল্লাহ তাকে ভালো ভাবেই চেনেন, জানেন। আশা করি সবার ভালো লাগবে।
খুবই ভালো লেগেছে
মা শা আল্লাহ। বইটা অনেক সুন্দর। আল্লাহ বারাকাহ দিন।
ক্রুসেডের সূচনা থেকে প্রথম ক্রুসেডের উল্লেখযোগ্য অংশের অসাধারণ গল্পভাষ্য।
আসসালামু আলাইকুম, বইটি আমার অনেক ভালো লেগেছে আমি জানোট চাচ্ছি এই বইয়ের কাহিনীর শেষ পরিণতি কি, এইটা জানতে কোন বই পড়া লাগবে
অসাধারণ বই, এক বৈঠকে শেষ করলাম।
সেই একটা বই।