ইতিহাস জরুরি, কিন্তু কাঠখাট্ট ইতিহাস সাধারণ। পাঠককে সবসময় টানে না। গল্প-উপন্যাস আনন্দদায়ক, কিন্তু বড় সমালা্চনা হচ্ছে শিক্ষণীয় সারবস্তু কম। একইসাথে জরুরি ও আনন্দদায়ক এই দুইয়ের সম্মিলন কঠিন। খুব কঠিন। সেই কঠিন কাজের ফলাফল 'সাচিকো’। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাগাসাকির মেয়ে সাচিকো'। পারমাণবিক বোমার আঘাত সয়ে অসংখ্য পরিচিতজনকে। হারিয়েও কীভাবে টিকে ছিলো সেই সত্য ঘটনা অবলম্বনে রচিত মাস্টারপিস। বাংলায় অনুবাদ করে পাঠকের হাতে তুলে দিচ্ছেন মুহাইমিনুল ইসলাম। বই নির্বাচনের রুচিবােধ এবং অনুবাদের যে মুন্সিয়ানা লেখক এই বইতে দেখিয়েছেন, তা চলমান থাকবে এই প্রার্থনা পাঠককে করতেই হবে।