শহিদুল্লাহ কলা ভবনের আমতলা চত্বর থেকে ভেসে আসছে ভরাট, দরদী কণ্ঠের গান- জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি/ সবকিছু ভুলে যেন করি লেনদেন/তুমিও তো বেশ আছো/ কবিতায় পড়া সেই বনলতা সেন... মতিহার সবুজ আঙিনার পরিচিত মুখ সুখ্যাত কণ্ঠশিল্পী আবিরের এমন মোহনীয় গানে গোটা কলাভবন চত্বর নববর্ষের আলিঙ্গনে মুখরিত হয়ে উঠেছে। আজ বাংলা নববর্ষ ১৪১০। রাতের আঁধার শেষ হতে না হতেই ভোরের নরম আলোর ঢল নেমেছে তরূণ-তরুণীদের। ক্যাম্পাসের এখানে ওখানে, সবখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু আবিরের গান শুনতে ছাত্র-ছাত্রীরা স্বভাবতোই ভিড় করেছে বেশি। গান শেষ হতেই ওয়ান মোর, ওয়ান মোর ধ্বনিতে চতুর্দিক থেকে অনুরোধের ঝড় আসতে থাকল। বাংলা বিভাগের শিক্ষকও অনুরোধ করলেন। কী আর করা! আবির গলা ছেড়ে গেয়ে উঠলো- আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো/ আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো।