বিভিন্ন যৌনরোগ সম্পর্কে এদেশের অধিকাংশ মানুষ অজ্ঞ, তাছাড়া স্ত্রী ও পুরুষের যৌনাঙ্গের রোগ তাঁরা অনেক সময় লজ্জায় চেপে রাখেন। তাই “নারীর সুখে অসুখে” বইটিতে স্ত্রী-যৌন ব্যাধি ও তার সঙ্গে সঙ্গে পুরুষ যৌন-রোগ, উৎস ও চিকিৎসার বর্ণনা দেওয়া হলো। সাধারণের জন্য এ বইটি অনেক উপকারে আসবে। সাধারণ পাঠক, চিকিৎসা বিজ্ঞানের ছাত্র-ছাত্রীসহ সবার জন্যই এই গ্রন্থটি একান্ত প্রয়োজনীয় হিসেবে প্রমাণিত হবে বলে আমার বিশ্বাস।