Published
January 3, 2022
Language
বাংলা
Pages
50
Published by
ঘরকুনো হিসেবে বন্ধুমহলে আমার বিশেষ কুখ্যাতি থাকার পরেও একটা ভ্রমণ কাহিনী লেখার দুঃসাহস কি করে দেখালাম তা আমার জানা নেই। ইন্দোনেশিয়ার জনপ্রিয় টুরিস্ট প্লেস বালিতে এক সপ্তাহ কাটানোর বিচিত্র অভিজ্ঞতা এই ভ্রমণ কাহিনীতে পাবেন।