এক ঘুমভাঙ্গা ভোর বেলা পরি তোর ডানা ছাড়া আকাশ ছোঁয়ার কষ্ট লুকাতে পারিসনি দেহের ছাপে। নিজঘর ছেড়ে কেনো দোলে তোর মন গাছের ডালে বন্দী তাবিজ খোলসের ভেতর সুখ ছেড়ে দিতে নিলি দরবেশির হাত? সন্ধ্যা ছুঁই-ছুঁইয়ে দেখেছি তোর বুকে বকধ্যানে বসে থাকা সুখ সন্ধ্যানে, তবে কি ভুল করে করলি ভুল ভিন্ন বেড়াজালে? দেহমন যন্ত্র দেখ হাতিয়ে কোনোখানে পাস কি না সুখ ছেড়ে দূরে রাখা বিচ্ছেদী কষ্টছানা। কোনো এক আঁধারে পরি দেখেছি তোকে ঘুমহীন বিছানায় এপাশ-ওপাশ কাটছে আমাকে ভুলে থাকার মিথ্যে চেষ্টার প্রহসনে কী করে ভুলে থাকবি ডানা রেখে অন্য ঘরে?