আরতুগ্রুল বাঙালি, উপন্যাসের নাম কেন এরকম? এ প্রশ্ন অনেকের। আরতুগ্রুলের নাম যুক্ত থাকায় অনেকে ভাবতে পারেন, এটা কি তাহলে ওসমানীয় সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা আরতুগ্রুলের জীবন উপাখ্যান? না, আসলে তা নয়।এ উপন্যাসের বাঁকে বাঁকে আরতুগ্রুল উপস্থাপিত হয়েছেন উপমা হিসেবে। এটি একটি মৌলিক উপন্যাস। উপমহাদেশে বাঙালিদের স্বপ্ন ও বিপ্লবের বারুদময় উপন্যাস, 'আরতুগ্রুল বাঙালি'।