বাঘের খাঁচায় ক্ষুধার্ত দু’টি চিতা বাঘ গর্জন করছে। তাদের মুখোমুখি রক্তাক্ত মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন। নগ্ন ক্ষতবিক্ষত। পরনে ছিন্নভিন্ন লুঙ্গি। আর্মি ক্যাম্পে অসম মল্লযুদ্ধ দেখতে খাঁচার চারপাশে ভীড় জমিয়েছে পাকআর্মি রাজাকার আলবদর শান্তিকমিটির দালালরা। দর্শক হিসেবে ধরে আনা হয়েছে পথচারীদের।দুটি বাঘ ও সালাহউদ্দিন একসাথে লাফিয়ে ঝাপ দিল পরস্পরের উদ্দেশে। সালাহউদ্দিনের রক্তমাখা লুঙ্গি খাঁচার উপর দিককার আংটায় আটকে রক্তিম পতাকার মতো উড়তে লাগলো।সালাহউদ্দিন ধপাস করে মেঝেতে পড়ল। তার উপর রক্তাক্ত দুটি বাঘ। হঠাৎ প্রকৃতি জেগে উঠল। গাছে গাছে শিহরণ।চারদিক থেকে গুলিবর্ষণ। দর্শকরা ছত্রভঙ্গ। পাক আর্মি ও রাজাকারদের কয়েকজন মুখ থুবড়ে পড়ল।চারপাশে গাছপালার ডালে ডালে স্বাধীন বাংলার পতাকা। বাতাসের শিহরণের সাথে ধ্বনি প্রতিধ্বনি তুলছে : জয় বাংলা!