জাহিদমু গবেষণা কেন্দ্রে যাবেন বলে তার স্টাডিরুম থেকে বেরিয়ে এলেন। তাঁর বাসভবনের বাইরে পা দিতে যাচ্ছিলেন এসময় এথেনা কোথা থেকে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। বলল তোমার সাথে আমিও যাব অবিব। জাহিদুম এথেনাকে কোলে তুলে নিলেন। গালে চুমো খেয়ে বললেন 'আমি জরুরী কাজে যাচ্ছি। তুমি সাথে থাকলে অসুবিধে হবে। এথেনা তার বাবার গলা জড়িয়ে ধরেছে। বলল : আমার এই বদ্ধ ঘরে থাকতে একটুও ভাল লাগে না। আমি তোমার সাথে যাব। আমি তোমার সামনে চুপচাপ বসে থাকব, একটুও কথা বলব না।
খুব সুন্দর।
Read all reviews on the Boitoi app