"পথিক, তুমি পথ হারিয়েছ মূলত মুক্তিযুদ্ধ বিষয়ক একটি ছোটগল্প। গল্পটিতে দুটি আখ্যান সমান্তরালে চলেছে। নানাবিধ ঘটনার মধ্যে দিয়ে দুটি ঘটনার মাঝে যোগসূত্র স্থাপিত হয়েছে।গল্পের মূল চরিত্রে রয়েছে অজপাড়াগাঁর ছেলে রতন। গল্পটির বিশেষত্ব হচ্ছে এই গল্পে তৎকালীন সময়ের রাজনৈতিক, আর্থসামাজিক সহ মানুষের দুর্বিষহ জীবনের নানা দিক ফুঁটে উঠেছে। তাছাড়া গল্পের এক পর্যায়ে আমরা দেখতে পাব কিভাবে মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে একজন মুখোশধারী ভন্ড নিজের স্বার্থ সিদ্ধি করে। স্বাধীনতা বিরোধী শক্তি আর মাজার পূজারীরা সময়ের প্রয়োজনে হয়ে উঠে একে অপরের সহযোগী। গল্পটি শেষ হয়েছে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের মধ্য দিয়ে।"