সমাজের চিন্তাভাবনাগুলােকে মানুষ যখন। 'প্রভু' বানিয়ে ফেলে, তখন সেই প্রভুর উপাসনা থেকে মানুষের বের হওয়া। কষ্টকর। 'লােকে কী ভাববে?' এইরকম। প্রশ্নের সম্মুখীন যাতে হতে না হয় এজন্য। সমাজের চিন্তাভাবনাগুলাের সাথে মানুষ "সহমত-সহমত' করে চলে। কেউ যদি দ্বীনের জন্য সমাজের প্রভুত্বের 'শৃঙ্খল ভাঙতে যায় তখন সেই জাহিলি সমাজের মতাে সবাই তাকে বলে উঠে, '"তুমি কি তােমার বাপ-দাদার ধর্ম ত্যাগ করতে চাও?" 'যে ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত পালন করতে গিয়ে দাড়ি রাখে, পাশের বাড়ির লােকগুলাে তখন বলে উঠে, "পড়ালেখার খুব চাপ নাকি, বাবা? 'শেইভ করার কথা ভুলে গেছাে যে!" যে মেয়ে আলাহর সন্তুষ্টির জন্য পর্দা করা শুরু করে, সমাজের লােকগুলাে তখন বলে। উঠে, "মেয়েটি কোনাে হুজুরের খপ্পরে পড়লাে নাকি?" এই সমাজ প্রেম করাকে ইতােমধ্যে 'হালাল'। বানিয়ে ফেললেও বিয়েকে বােঝা হিসেবে। 'ভাবে। যে বয়সে ছেলেমেয়ে চুটিয়ে প্রেম। করে, সেই বয়সে দ্বীন মেনে চলা কোনাে ' ছেলে যদি বিয়ে করতে চায় তখন সমাজের লােকগুলাে বলে উঠে 'গেল গেল, দেশটা। রসাতলে গেল!' বইটিতে সমাজের এসব রক্তচক্ষু উপেক্ষা। করে ভার্সিটি পড়ুয়া দুই শিক্ষার্থী বিয়ে করে। তারপর একজন আরেকজনকে মনে করিয়ে। দেয় অবহেলায় ভুলে যাওয়া সুন্নাতগুলাে। এভাবে চলে তাদের পথচলা। যে পথের। গন্তব্য জান্নাত লাভ।
Good
Read all reviews on the Boitoi app