ক্যামেরা দুনিয়ার সুন্দরতম আবিষ্কারগুলোর একটি । এর একটাই কাজ সামনে থাকা সুন্দর অসুন্দর যে কোন কিছুকেই ফ্রেমে বন্দি করা । কিন্তু মিঃ ইউভান সাহেবের ক্যামেরাটাতে কি এমন আছে যেটা সাধারন কোন ক্যামেরায় নেই? কি এমন নির্মম ক্ষমতা তার ওই অভিশপ্ত ক্যামেরাটায় যেটার কারনে সে বলেই ফেলল "হ্যা, এটা ক্যামেরা নয়, সাক্ষাত যমদূত"।