রাখী যতটা না লেখিকা তার চাইতে অনেক বেশি গল্পকথক। তিনি সহজ ভাষায় আমাদের খুব চেনা হ্যালােজেন বাতির শহরের গল্পগুলাে বলেন। ছােপছােপ আঁধারে ভরা নগরের ইট-কাঠ-পাথরের জাকজমকে লেপ্টে থাকা সাদাসিধে মানবিক গল্পগুলাে বলেন। মানব সম্পর্কের জটিল সমীকরণ, টানাপোেড়ন, হাসি-কান্না, যন্ত্রণা, প্রাপ্তি-অপ্রাপ্তি, সুখ আর অসুখের গল্পগুলােই তার লেখনীতে তাই বারবার উঠে এসেছে। ' সম্পর্কের সৌন্দর্য ও টানাপোেড়ন নিয়ে লিখেছেন ছোট ছােটগল্প, অথবা ছােট্ট ক্যানভাসে এঁকে দেখিয়েছেন জীবনের নানা রূপ। যেখানে তথাকথিত প্রেম ভালােবাসা ঘৃণা আছে, আবার আছে সম্পূর্ণ ভিন্ন মাত্রার কিছু সম্পর্কের সাতকাহন। বিভিন্ন সময় ফেসবুকে তার কিছু গল্প প্রকাশিত হলেও ছাপার অক্ষরে এটিই প্রথম প্রকাশনা।
গল্পগুলো খুব ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app