সাগর তীরে অল্পবয়সী যুগলের মৃতদেহ.. মন্ত্রণালয়ের স্ক্যান্ডাল.. ডাইনিং কারের রিসিট.. ট্রেনের টাইমটেবিল.. ..আপাত দৃষ্টিতে এসবের মধ্যে কোন সম্পর্ক না পাওয়া গেলেও পুলিশের ডাকসাইটে ডিটেকটিভ মিহারার মনে সন্দেহ দেখা দিল। সুত্রের খোঁজে সে জাপানের এক মাথা থেকে আরেক মাথা চষে ফেলল। আসলেই কি কোন অপরাধ সংঘটিত হয়েছে? নাকি সবই মিহারার কল্পনা? নাকি এসব কিছুর পেছনে রয়েছে অসামান্য ধূর্ত কোন মাস্টার মাইন্ড? সাড়ে বারো লাখ কপিরও বেশি বিক্রি হওয়া বেষ্ট সেলিং ক্লাসিক জাপানিজ ক্রাইম থ্রিলার এবার বাংলায়।