স্ট্রবেরি শর্ট কেক কিনতে এক নারী এক বেকারিতে গেলেন। সেখানে আরেকজন ক্রেতাকে জানালেন যে তিনি তার ছেলের জন্মদিনের জন্য কেক কিনতে এসেছেন। প্রতি বছরই তিনি তার ছেলের প্রিয় কেকটি কিনেন, যদিও ছেলেটি অনেক আগে একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। .. একটা মেয়ে প্রথমবারের মত তার জন্মদাতা পিতার সাথে দেখা করতে যাচ্ছে। এত বছর ধরে তার ভেতরে জমে থাকা ক্রোধ, ঘৃণা, দুঃখ, ভালবাসা, অভিমানগুলো কি সে তার বাবার সামনে প্রকাশ করতে পারবে? .. মিসেস জে এর বাগানে অদ্ভুত আকৃতির কিছু গাজর জন্মাচ্ছে, একদম দেখতে মানুষের হাতের মত! .. অদ্ভুত এক জাদুঘর। তারচেয়েও অদ্ভুত এর কেয়ারটেকার। জমজ বুড়ি। একটা রয়েল বেঙ্গল টাইগার। গল্পগুলোর মধ্যে কোন মিল খুঁজে পাচ্ছেন? আপাত দৃষ্টিতে কোন মিল নেই। কিন্তু সমাজে ঘটে যাওয়া দুটো বিচ্ছিন্ন ঘটনা কি আসলেই বিচ্ছিন্ন? নাকি তাদের মধ্যে সংযোগটা এতটাই ক্ষীণ যে তা আমাদের চোখে পড়েনা? এই আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন গল্পগুলো পড়ে আপনাকে আবার নতুন করে ভাবতে হবে। নতুন দৃষ্টিতে দেখতে হবে আমাদের আশেপাশে প্রতিনিয়ত ঘটতে থাকা ছোট-বড় ঘটনা গুলোকে।