Published
February 14, 2022
Language
বাংলা
Pages
52
Published by
বহুদূর হতে মেঘেরা করে ভ্রম নিতান্ত শূন্য এ আকাশ দেখে উন্মত্ত হয়ে ছুটে আসে হায় নির্বোধ, ফিরে ফিরে যায় ভারি ধূসর হয়ে কখনো কখনো ধূসর মেঘরা যেন অঝরে ঝরে যায় বৃথাই ভোলাতে তবুও সিক্ত করতে পারেনা জমিন মরু এই প্রান্তর পায়না এক বিন্দু মেঘের কান্না।