একটা ঝড় অপেক্ষা করছিল আমার জন্য। সাজেক থেকে ঢাকায় ফেরার আগে বুঝতেই পারিনি, এভাবে ধেয়ে আসবে আমার দিকে। উল্টেপাল্টে ফেলবে আমার সাজানো দুনিয়া। আঁতকা বদলে দেবে আমার স্বপ্নগুলোকে। ঝড়টার কী এক অদ্ভুত সম্মোহনী ক্ষমতা, নাকি বলব সম্পর্কের কী প্রগাঢ় বন্ধন, অথবা ধর্মীয় বিধান অনুসারে একটি শব্দ উচ্চারণের কী দুর্দান্ত শক্তি, যেটাই হোক, আমাকে পাল্টে ফেলতে লাগল একটু-একটু করে। আমি সেই ঝড়ে বিলীন হতে চাই না। আবার তাকে এড়িয়েও চলতে পারি না। অতঃপর একটা ছোট দুর্ঘটনা আমাকে এক ঝটকায় নিয়ে গেল তার সান্নিধ্যে। আমি আপনাতেই বিলীন হয়ে গেলাম। সমস্ত মনপ্রাণ সঁপে দিলাম তাকে। ভুলে গেলাম আমার অতীত। এক টুকরো ঘোর বোধহয় আমার উপর ছড়িয়ে দিয়েছিল সে। আমি তাতেই ডুব দিয়েছি। তারপর? রুঢ় বাস্তব আমাকে দাঁড় করিয়ে দিল কঠিন এই দুনিয়ার দ্বারপ্রান্তে। এই ঝড় আমাকে ছেড়ে চলে গেল। কেবল একটু ভুল বুঝাবুঝির জন্য। অথবা হতে পারে এই সম্পর্কটার ভিত্তিই ছিল নড়বড়ে। শক্তপোক্ত হবার সময়-সুযোগ কোনোটাই তো মিলেনি আমার। সে নিজেও কি সুযোগ নিয়েছিল? নেয়নি। তাই অভিমানকে পুঁজি করে আমি তাকে মুক্ত করলাম। বুকের ভেতর জুড়ে থাকা ওই এক টুকরো ঘোরকে পুঁজি করে, অভিমানকে ঢাল বানিয়ে, নিজেকে আড়াল করে ফেললাম। সে উড়ে বেড়াক অন্যের আকাশে। আমি কেবল চেয়ে-চেয়েই দেখব নাহয়! মনকে প্রবোধ দেব, ওই ঝড়টুকু আগলে রাখার সাধ্য আমার ছিল না। তারপর? প্রথম খন্ডের এখানেই সমাপ্তি। দ্রুতই ফিরব, কথা দিচ্ছি। - টুপুর
"Starting was nice & proper. But it's an incomplete book. Writer didn't finish the book properly. Feels like writer kind of in a hurry."
রুপালি তারা এই নামটার সাথে অনলাইনের অনেক পাঠক পরিচিত।দারুণ সব গল্প তার পেজে,দারুণ সব লেখা তার গ্রুপে।সাবলীল চিন্তা ভাবনা, সাথে দুর্দান্ত লেখনীর জন্য ভক্ত মহলে রুপালি তারা এক ধ্রুব তারা।আজ একটি গল্প পড়লাম,সেই গল্প পড়তে গিয়ে মনে হলো আমি সেই রুপালি তারা নামে লেখিকার লেখনী স্টাইলকে খুঁজে পেলাম।আমার প্রচন্ড প্রিয় এই রাইটারের হার্ড কাভার বইয়ে প্রকাশকরা ছুরি চাক্কু দিয়ে এমন অপারেশান চালাতো গল্পের এসেন্স লস্ট হয়ে যেত,কিন্তু অনেক দিন পর মৌণ সমীরণে বইটি পড়ে পুনরায় সেই ফ্লেভার পেলাম।দুটি মানুষকে জোর করে কলেমার বন্ধনে আবদ্ধ করলেই যে তারা সুখী হবে তা কি কেউ ভাবতে পারে?দুটি মানুষের পাস্টকে অনায়াসে ভুলে যদি কেউ এক মুহুর্তেই বিয়ের সম্পর্কে আবদ্ধ করে দেয় তাহলেই কি দাম্পত্য শুরু হয়ে যায়?বাংলাদেশ তথা এশিয়া সাবকন্টিন্যান্টে মেয়েদের বিবাহ নিয়ে কিছু সামাজিক কুসংস্কার চলমান।তারা ভাবে বিয়ে মানেই মেয়েটির একটি সৎগতি হয়ে গেলো। compatibility বা মনমানসিকতার মিল না পেলে কি এই কাগুজে সম্পর্কের কোনো জোর আছে? যারা দারুণ একটা উপন্যাস পড়তে চান তারা অবশ্যই বইটি পড়বেন।
Read all reviews on the Boitoi app
গল্পটা সুন্দর এবং আকর্ষণীয়। কিন্তু এটা কেমন এন্ডিং!??! অসমাপ্ত গল্পটা। মনটা খারাপ হয়ে গেলো হুট করে সমাপ্ত লেখাটা দেখে।
আপু ২য় খন্ড কবে দিবেন? আশায় আছি ২য় খন্ডের।
খুব সুন্দর হয়েছে গল্পটা,লেখিকার লেখনী সবসময়ই প্রিয়।কিন্তু শেষটা দেখে মনে হচ্ছে এটার আরেকটা পার্ট আসবে।অপেক্ষায় রইলাম।
গল্পটি খুবই সুন্দর করে এগিয়েছে। কিন্তু শেষটা বড্ড তাড়াহুড়ো করে দেয়া হয়েছে। দ্বিতীয় খন্ডের অপেক্ষায় রইলাম।
লেখিকা আপু এই গল্পের দ্বিতীয় খন্ড কি আসবে?
Starting was nice & proper. But it's an incomplete book. Writer didn't finish the book properly. Feels like writer kind of in a hurry.
আসসালামু আলাইকুম আপু। আপনি যা লিখেন সবি আমার কাছে অসাধারণ লাগে।আপনার প্রত্যেকটা লেখা চমৎকার। এই গল্পটা ও খুব সুন্দর।তবে প্রথম খন্ড পড়ে তৃপ্তি মেটেনি।ফেসবুকে আপনার ২য় খন্ড বের হওয়ার খবর শুনে আশায় রইলাম।সাথে অনেক খুশিও হলাম।আপনার লেখার মধ্যে এমন একটা জাদু আছে যে গল্পের শেষ অবধি না যাওয়া পর্যন্ত চরম অস্থির লাগে।পরিশেষে আপুর জন্য অনেক অনেক ভালবাসা ও দোয়া রইল। ভবিষ্যতে আপনি আরো চমৎকার চমৎকার লিখতে পারেন যেন সেই দোয়া রইল।
পড়তে গিয়ে একটুও একঘেয়েমি লাগে নি। টানা পড়ে শেষ করেছি। এন্ডিংয়ে অজান্তে চোখের জল পড়েছে😭
বেশ ভালোভাবেই এগোচ্ছিলো।শেষটা আরেকটু গোছানো এবং বিস্তারিত ভাবে সমাপ্ত হলে ভালো লাগতো।