ভালোবাসা কেবল দু'জন নরনারীর সম্পর্ক না। ভালোবাসার রুপ সার্বজনীন। বাবা ছেলের, মা মেয়ের কিংবা বাবা মেয়ের মা ছেলের, ভাই বোনের। সব সম্পর্কেই মায়া থাকে ভালোবাসা থাকে আর থাকে কিছু গোপনীয়তা। কিছু ভালোবাসা প্রকাশ করতে নেই। যে অনুভব প্রকাশে দূরত্ব আসে; যা অসম্ভব তা অপ্রকাশিতই থাকাই ভালো। আমরা না হয় কিছু মায়া বুকে পুষে রাখি গোপনে।
"আপু তোমার প্রতিটা লেখাই আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। তোমার প্রতিটা লেখাই মন ছুঁয়ে যায়। লিলির বাবার নিরুদ্দেশ হওয়াটা কিন্তু ধোঁয়াশা রয়ে গেল। লিলির আর বদরুলের একটা মিল দেওয়া উচিত ছিল তোমার। এটার দ্বিতীয় পার্ট চাই। দোয়া ও ভালোবাসা নিও।"
অসম্ভব সুন্দর ❤️
Read all reviews on the Boitoi app
আপনার প্রতিটি লেখাই সুন্দর। এভাবেই আরো সুন্দর সব লেখা আমাদের উপহার দিন। শুভকামনা আপনার জন্য।
লিলি কে যতো পড়লাম,ততই অবাক হলাম।এটুকুনি বাচ্চা মেয়ে টা কেমন চুপচাপ সকলের ভরসার কাধ হয়ে গেলো। আর ফারহানা আপু,এতো সুন্দর লেখার রহস্য টা একদিন শেয়ার করবেন।
খুব সুন্দর গল্প!❤️❤️
খুব সুন্দর একটা গল্প। কিছু ব্যাপার অজানাই থেকে গেল। শেষটা একটু ভিন্ন হতে পারত। এর পরবর্তী একটা খন্ড এলে খুব ভালো হয়।
Good
বইটি আমার কাছে খুব ভালো লেগেছে। নামকরণ যথার্থই হয়েছে।
আপু তোমার প্রতিটা লেখাই আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। তোমার প্রতিটা লেখাই মন ছুঁয়ে যায়। লিলির বাবার নিরুদ্দেশ হওয়াটা কিন্তু ধোঁয়াশা রয়ে গেল। লিলির আর বদরুলের একটা মিল দেওয়া উচিত ছিল তোমার। এটার দ্বিতীয় পার্ট চাই। দোয়া ও ভালোবাসা নিও।
একটা রেশ রয়ে গেলো পড়ার পর। মনে হলো আরেকটু পড়ি।
মনে গেঁথে থাকার মতো অসম্ভব সুন্দর একটি উপন্যাস।মায়া মমতায় ঘেরা অসম্ভব সুন্দর একটি পরিবার। বদরুল ভাই আপনাকে কে বলছে হিমুর মতো হইতে? হিমুদের কপালে যে সুখ বলে কিছু থাকে না,আপনি কি জানেন না 😥🥺