রকি । ভার্সিটির প্লেবয় খ্যাত বড়লোক ব্যবসায়ী বাবার বিগড়ে যাওয়া ছেলে । জীবন নিয়ে তার কোন মাথা ব্যাথা নেই । সারাদিন বাইক, মেয়েবাজী আর ক্লাব । এর মধ্যেই তার জীবন সীমাবদ্ধ । তারই ঠিক জেরক্স কপি বলা যেতে পারে সোনিয়াকে । পরিবারের অবাধ্য মেয়েটিও সারাদিন তার কথিত বয়ফ্রেন্ডদের উল্লু বানিয়ে তাদের টাকা উড়িয়ে বেড়ায় আর রাত হলেই ছুটে যায় নাইট ক্লাবে । কিন্তু একটা সময় তাদের পরিবার তাদের বিয়ে ঠিক করে ফেলে । বৈবাহিক জীবন নামক জেলখানা থেকে নিজেদের বাঁচাতে তারা একে অন্যের শরণাপন্ন হয় । এরপর নিজেরাই আবদ্ধ হয় ভালবাসাহীন এক চুক্তিভিত্তিক সম্পর্কে ।
good
Read all reviews on the Boitoi app