সুখের কপাল ঝাড়ু দিয়ে চুলকানো বলে একটা কথা আছে। আমাদের অনেককে এই স্বভাবটা পেয়ে বসেছে। অলংকার হয়ে ইতিহাস হতে পারত, এসুখের কপাল ঝাড়ু দিয়ে চুলকানো বলে একটা কথা আছে। আমাদের অনেককে এই স্বভাবটা পেয়ে বসেছে। অলংকার হয়ে ইতিহাস হতে পারত, এমন বিষয়কেও আমরা কলঙ্কের ক্যানভাসে সাজিয়ে রাখি। ঐতিহ্যের আয়নায় কালি মেখে দিই, যে কালি আবার কলঙ্কের চেয়েও কালো হয়। বাংলাদেশের ইসলামি রাজনীতি, ইসলামি আন্দোলন এবং কওমি অঙ্গন নিয়ে বিক্ষিপ্ত কথামালার মার্জিত মলাটবন্ধন; যে কালি কলঙ্কের চেয়েও কালো। মন বিষয়কেও আমরা কলঙ্কের ক্যানভাসে সাজিয়ে রাখি। ঐতিহ্যের আয়নায় কালি মেখে দিই, যে কালি আবার কলঙ্কের চেয়েও কালো হয়। বাংলাদেশের ইসলামি রাজনীতি, ইসলামি আন্দোলন এবং কওমি অঙ্গন নিয়ে বিক্ষিপ্ত কথামালার মার্জিত মলাটবন্ধন; যে কালি কলঙ্কের চেয়েও কালো।