তারপরই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। তরু দেখলো কে যেন দ্রুত তার দরজার ছিটকানি খুলে দরজাটা হাট করে খুলে দিল। দৌড়ে আসা মোটু দরজাতে ধাক্কা দিতে না পেরে হুড়মুড় করে ঘরের ভিতর পড়ে গেল। সঙ্গে সঙ্গে কে জানি তাকে পেছন থেকে জোরে একটা লাত্থি মেরেছে। মোটু উড়ে গেল দেয়ালের দিকে। গুফো লোকটা এটা খেয়াল না করে বিশ্রি একটা হাসি দিয়ে ততোক্ষণে তরুর কাছে এসে ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। চিৎকার করার জন্য হা করে তরু সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে ফেললো। কারণ ও দেখলো গুফোর বাড়ানো হাতটা সায় করে উপরে ওঠে গেল। তারপরই মড়াৎ করে একটা শব্দ হয়ে হাতটা কনুই-এর কাছ থেকে ঝুলে পড়লো। গুফো অবাক হয়ে তার হাতের দিকে তাকিয়ে থাকলো। তারপর এঁ এঁ করে একটা শব্দ মতো করে দরজার দিকে দৌড় লাগালো। তরু অবাক হয়ে দেখলো মোটুকে কে জানি চুল ধরে শূণ্যে তুলে ফেলেছে। মোটুর পা মেঝে থেকে কমপক্ষে ৬ ইঞ্চি ওপরে। তারপরই দোলনার মতো তার শরীর দোল খেল কয়েকবার এবং তারপরই ছুড়ে দেওয়া বলের মতো দরজার বাইরে উড়ে গেল মোটু। ধপাস!