পান্নাকে এড়াতে জলিল মাস্টারের বিস্তর খাটুনি গেল। এমনিতে জলিল মাস্টার সব সময় পান্নাকে সঙ্গে রাখতে চান। পান্নার কাজ থাকলেও একসঙ্গে ফেরার জন্য তিনি তাকে ছুটি দিয়ে দেন। সেই পান্নাকে আজ সঙ্গে আনা যাবে না। কাজটা তাই খুব সহজ হলো না। জলিল মাস্টার ভাবতে থাকেন আর ভাবতে ভাবতে তাঁর মাথা গুলিয়ে যায়। আবার সতীশ দারোয়ানের চেহারা মনে পড়ে তাঁর। ওকে আজ গিয়ে জুতোতে হবে। ওর মুখ দেখে ঘুম থেকে ওঠাতেই না...