আমার সামনেই বাবলুর শার্টটা গায়ে দিল বুলেট। আজ তার খুব খুশির দিন। খুশির দুটো কারণ। বাবা ঢাকা গেছেন, অফিসের কাজে এক সপ্তাহের মতো থাকতে হবে। এই এক সপ্তাহের প্রতিটি দিনই বুলেটের জন্য ঈদ। এই সৌভাগ্যের কথা মনে হলে বুলেটের আনন্দে মাঝেমধ্যে চোখে পানি এসে যায়। বারবার হাত তুলে আলাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। তার বিশ্বাস, সে বড় কোনো পুণ্য করেছে বলেই এমন ভাগ্য হয়েছে।