রবিন মামা পরে এসেছেন সুন্দর একটা জিন্সের প্যান্ট। গায়ে বাঘের ছবিওয়ালা একটা টি-শার্ট। পায়ে চকোলেট রঙের উঁচু বুট জুতা। তবে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো উপরের জ্যাকেটটা, এর সঙ্গে টুপি আছে তবে টুপিটা না পরে ঝুলিয়ে রাখলেই বেশি ভালো লাগে। আমি খোঁজ নিয়ে জেনেছি এটার নাম হুডি, খুব শখ এ রকম হুডি কেনার। এর সৌন্দর্যের চেয়ে আরেকটা সুবিধার দিক আমাদের বেশি আকৃষ্ট করেছে। হুডিটা ঠিকঠাক পরলে চেহারাটা চেনা যায় না, যেকোনো অ্যাডভেঞ্চার করে আত্মগোপন করে পালানোর জন্য হুডি একটা আদর্শ পোশাক। আমাদের এখানে খুব ভালো হুডি পাওয়া যায় না, আমাদের অনেক পরিকল্পনার মধ্যে এটাও একটা যে ঢাকায় গিয়ে আমরা একই রকমের কয়েকটা হুডি কিনব। কালো রঙের হুডিগুলো পরে গভীর রাতে সবাই একসঙ্গে ঘুরে বেড়িয়ে বেশ একটা ভয় ভয় ভাব তৈরি করা যাবে চারদিকে।