আমার বাবা প্রশ্ন করতে ভালোবাসেন। সব মানুষের মনেই জিজ্ঞাসা থাকে এবং এই বয়সে যে বা যারা জিজ্ঞাসা চেপে রাখতে পারে না তাদেরকে সাধারণত একটু বাঁকা চোখে দেখা হয়। আড়ালে লোকে বলে, পাগল। বাবাকে মোটেও সে দলে ফেলা যাবে না। তার প্রশ্নগুলো খুবই বাস্তব এবং যৌক্তিক। পাখি কেন ওড়ে, নদী কেন বয়ে চলে এই জাতীয় জ্ঞানী প্রশ্ন নয়, তার প্রশ্নগুলো খুবই বাস্তবঘেঁষা। যেমন ছুটির দিনে মা যখন রান্না করেন তখন চুপিচুপি গিয়ে তিনি পাশে দাঁড়ান। গভীর মনোযোগে তরকারি রান্না দেখেন। তারপর একপর্যায়ে হয়তো জানতে চান, আচ্ছা এই যে এখন পানিটা দিলে তুমি, কিভাবে বুঝলে!