গল্পের শুরুতে দেখা যায় একজন নতুন লেখক তার প্রথম বই প্রকাশ নিয়ে অনেক বেশি আগ্রহী। প্রকাশকের অফিসে বসে আছে লেখক, প্রকাশক সহ আরও গুটি কয়েক মানুষ। কম্পিউটারে বসে একজন ক্রমাগত কি-বোর্ড চেপে চলেছে। এমন সময় একজন লোক প্রবেশ করলো অফিস রুমে। তিনি কথা প্রসঙ্গে জানতে পারেন এটা লেখকের প্রথম বই। তিনি লেখককে উৎসাহ প্রদান করার জন্য তৎক্ষনাৎ একটা বই কিনে নেন। ঘটনাটা খুবই সামান্য মনে হলে আপাত দৃষ্টিতে দেখলে। তবে এই পিছনে লুকিয়ে ছিলো বিশেষ কোনো গোপন তথ্য, তা না হলে কি একটি বইয়ের জন্য সেই লোকটি খুন হতে পারে। বইয়ের মধ্যে কি এমন বিশেষত্ব ছিল যার জন্য তাকে প্রাণ দিতে হলো। লেখক কিভাবে জড়িয়ে গেলো এই ঘটনার সঙ্গে। সব মিলিয়ে একটা টান টান উত্তেজনা তো থাকছেন। গল্পের মধ্যে খুনের ঘটনা থাকার দরুণ পাঠক এটাকে থ্রিলারধর্মী রচনা বলতে পারেন। তবে ঘটনাটা তার চেয়েও বেশি কিছু। এটা প্রধানত একটি সাইন্স ফিকশন গল্প। সকল কিছুর রহস্য লুকিয়ে আছে লেখকের প্রকাশিত প্রথম গল্প সমগ্রে। ইস যা, সব বলে দেয়া বোধ হয় ঠিক হচ্ছে না।
ভালো লেগেছে 🥰 আশা করি সামনে আরো ভালো হবে।শুভকামনা রইলো
Read all reviews on the Boitoi app
নতুন কিছু জানতে পারলাম। ধন্যবাদ 💞