একান্ত প্রণত সেই মাতৃত্বের কাছে, যে মাতৃত্ব অনশ্বর সর্বাণী স্বরূপা - সংস্থিত আমি সেই অস্তিত্বের কাছে, অবিনাশী বিলক্ষণ স্নিগ্ধ অপরূপা। কি বিস্তীর্ণ গৃহাংগন নন্দন কানন! চঞ্চল তারুণ্যভার কল-কোলাহল, অগণিত সস্ততির গমনাগমন - শাসন স্নেহের ধারা সিঞ্চিত কেবল। ফুলের খেলায় মত্ত সেই পূজারিণী চয়ন বিরত নিত্য বেদীর কুসুম, সংখ্যাকে ছাড়িয়ে তাই সকলেরে ঋণী করে গেলো বিচ্ছুরণে বিদ্যার উসুম।