কী কারণে যেন, ইতিহাসের বিস্ময় নিয়ে একটি কবিতা লেখার জন্য অনুপ্রাণিত হয়েছিলাম। মন ছুটলো ইতিহাসের সুতিকাগার মিশরে। সেখানকার পিরামিড, সুয়েজ খাল শব্দগুলি নিয়ে যা লেখা হলো তা কিন্তু মোটেও ঐতিহাসিক কিছু নয়। সুয়েজ, চন্দনরা আমার পরিচিত মানুষদের নিয়ে লেখা হয়ে গেলো নিতান্ত একটি ব্যক্তিগত কবিতা।