গল্পের মূল চরিত্র নিলুফার জাহান। পেশায় তিনি একজন সাইকিয়াট্রিস্ট। মানুষের জটিল মন নিয়ে তার চিন্তার জগত প্রসারিত। গল্প শুরু হয়েছে তারিনের নানা বাড়ি ভ্রমণের ঘটনা দিয়ে। সেখান থেকে তার সাথে ঘটতে থাকে ব্যাখ্যাতীত ঘটনা, সে মানসিকভাবে ভেঙে পড়ে। সে নিজের আশেপাশে মৃত লোকদের অস্তিত্ব অনুভব করে। এমনকি সে নিজের মৃত বান্ধবীর সাথে কথাও বলে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকাকালীন তার সাথে পরিচয় ঘটে নিলুফারের। আজকাল নিলুফার নিজের মধ্যে বেশ কিছু সমস্যা লক্ষ্য করছেন, সে কারণে নিজেকে পেশাগত জগৎ থেকে দূরে রেখেছেন। তবুও মানুষের জটিল সমস্যা নিয়ে সে ঘাটাঘাটি করে। ঘটনাচক্রে তার দেখা হয় হুমায়ুন আহমেদের যাদুকরি দুই চরিত্র হিমু ও মিসির আলির সাথে। তাদের আর্বিভাবের পর গল্পে আরও ডাল- পালা ডানা বাঁধে। হিমু নিজ আঙ্গিকে সমাজকে দেখে, মানুষের সমস্যার সাথে জড়িয়ে যায়, পুলিশ স্টেশনেও ভ্রমণের দৃশ্য রয়েছে। অপরপক্ষে গল্পের এক দৃশ্যে দেখা যায় মিসির আলি বসে আছেন নিলুফারের সাথে। এক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তাদের পরিচয় ঘটে।
ভালো
Read all reviews on the Boitoi app