কর্মজীবনের বড় অংশ কাটিয়েছেন সেনাবাহিনীতে। ক্যাডেট কলেজের স্মৃতি,জাতিসংঘ মিশনের দিনগুলোর কথা।পরিশ্রম,একাগ্রতা,নিষ্ঠা,দায়িত্ববোধ,নেতৃত্ব,নেতার গুণাবলি ও কৌশল সহ ভ্রাতৃত্ব,বন্ধুত্ব,সুখ স্মৃতি আর অনেক স্বপ্নের কথা। এই লেখকের লেখা এটি পঞ্চম বই। মূলত এটি লেখকের আত্মজৈবনিক লেখা।