পৃথিবীটা রঙ্গমঞ্চ, নানা প্রকার রঙে সাজানো। কখনো সূর্য মাথার উপর থেকে ভেঙচায়, আবার কখনো চারপাশের মানুষজন। শোনা যায়, পৃথিবী নাকী সুন্দর! তা-ও আবার অদ্ভুত সুন্দর। এই অদ্ভুত সুন্দরের মানে কি তা জানা নেই। তবে মনের কোণে শুধু এতটুকু প্রশ্নই উঁকি দেয় বারংবার, "যদি সত্যিই পৃথিবী সুন্দর হয়, তবে কেনইবা সদ্য মৃত্যুবরণ করা বাবার লাশের গন্ধ ঢেকে মা, বোনের লাশ কাঁধে করে বয়ে বেড়াতে হলো নীলকে?" এ পৃথিবীর সৌন্দর্য কি তবে হার মেনে নিয়েছে আজ পঁচে যাওয়া লাশের মোড়কে? তবে কি, এ সৌন্দর্য সবার জন্য নয়? নাকী, কিছু কিছু মানুষের জন্মই হয়, সেইসব সৌন্দর্যকে ভেঙচি কেঁটে সমাদরে দুঃখ, কষ্ট আর কুৎসিত-কদাকারকে গ্রহণ করার জন্যে? এসবকিছুকে গ্রহণ করে কীই-বা ঘটেছিল নীলের সাথে, শেষ পরিণতিই বা কী? জানতে পড়ুন পুরো গল্পটি।
বেশ ভালো লিখেছেন, বর্ণনাশৈলী অসাধারণ। সমাজের বেশ গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। রয়েছে নানা সচেতনতার বার্তাও। পড়া শুরু করার পর শেষ অবধিই আমার পড়ার ইচ্ছাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছিল। লেখকের জন্য শুভকামনা, লেখকের নতুন কোন বইয়ের অপেক্ষায় রইলাম।
Read all reviews on the Boitoi app