গল্পটা মাহিন আর তিন্নির। এক বৃষ্টিমুখর বিকেলে ঘটনাচক্রে তাদের দেখা হয়েছিল। গল্পটা দুজন বিপরীতধর্মী মানুষের বন্ধুত্বের গল্প—যেখানে আছে মানসিক টানাপোড়েন, সংকোচ আর অজানা অনুভূতির মিশেল। এটা ভেজা বসন্তে ধীরে ধীরে দুজনের একে অপরের কাছে আসার গল্প। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সাক্ষী হয়ে রইল।
স্নিগ্ধ প্রেমের বই
Read all reviews on the Boitoi app
খুবই ভালো লেগেছে যে তিন্নি নিজের মতামত দিতে পেরেছে, সাহস করে ভালোবাসা র মানুষের হাত ধরতে পেরেছে
ভালো
মন ভালো হয়ে গেল জাদুকরী গল্পে। সুন্দর সুন্দর সুন্দর!
খুবই সুন্দর একটা গল্প!
সুন্দর একটা গল্প 🧡
চমৎকার গল্প একটা। তিন্নির জ্বলে উঠার অংশ টা বেস্ট লেগেছে।
খুব সুন্দর একটা গল্প। আর সমাপ্তিটা ও দারুণ হয়েছে।
মহা মুগ্ধ একটা রোমান্টিক গল্প পড়ে।শুভকামনা রইল।
গল্পঃ টা খুবই ভালো লাগলো ☺️