মস্ত একটা কৃষ্ণচুড়া গাছ আছে খাঁ বাড়ির পেছনে। সন্ধ্যা হয়ে গেছে। বুদ্ধি, অর্না, পার্থ আর তমাল বসে আছে তার নিচে। ওদের সামনে একটা উঁচু জায়গায় ওদের জুঁই আপুও বসে আছে। কাঁদছে সে। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে তার। বুদ্ধি একটু এগিয়ে এসে আপুর একটা হাত চেপে ধরে বলল, 'আপু, তুমি এভাবে কাঁদছ!' চোখ মুছতে মুছতে জুঁই আপু বলল, 'আনন্দে কাঁদছি রে। তোরা আমার এতো একটা বড় উপকার করলি!'