একটি গল্প শুনেছিলাম। দাম্পত্য অশান্তির তিক্ত অভিজ্ঞতার কারণে এক পিতা তার পুত্রকে ওসিয়াত করছিলেন—‘বাবা, আর যা-ই করো না কেন, জীবনে বিয়ে করবে না’। ছেলে বাবাকে বলেছিল, ‘জ্বি বাবা, আপনি একটুও দুশ্চিন্তা করবেন না, আপনার এই ওসিয়াত নিশ্চয়ই আমি আপনার নাতী-নাতনীদের কাছে পৌঁছে দিয়ে যাব’। আমাদের শিক্ষা ব্যবস্থায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, হিসাবরক্ষক—এমনকি কেরানি হওয়ার জন্যও কিছু-না-কিছু শেখানো হয়; কিন্তু স্বামী-স্ত্রী হওয়ার জন্য কোনো বিশেষ শিক্ষা নেই। অথচ আমরা আর যা কিছুই হই বা না হই, স্বামী-স্ত্রী হওয়ার আবশ্যকতা প্রায় শতভাগ। দাম্পত্য জীবনকে মোটেই হাল্কাভাবে দেখলে চলবে না; কারণ আপনি চান কিংবা না চান : এটা আপনার প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি রাতকে প্রভাবিত করবে। আপনার জীবনে সফলতা ব্যর্থতার গতিপথ নির্ধারণে প্রত্যক্ষ ভূমিকা রাখবে। তাই এই জীবন যারা শুরু করেননি, তাদের যেমন এ বিষয়ে জ্ঞান প্রয়োজন, যারা জ্ঞানহীন পথ চলে অনেক দূর এসেছেন ঠিকই; কিন্তু পথ ক্লান্ত-শ্রান্ত করে ছেড়েছে; কিংবা যারা ক্লান্ত হননি, তবে ভবিষ্যতে হতেও চান না, তাদের সকলেরই প্রয়োজন। এমন সকলের জন্যই আমাদের এই বই ভালোবাসার চাদর।
বর্তমান সময়ের জন্যে খুবই উপযোগী বই। কিন্তু বইটির ফরম্যাটিং সংক্রান্ত অসুবিধার জন্যে পড়ার মজাটা নষ্ট হয়ে যায়। বইটই অ্যাপে সিয়ান এর আরো বই দেখতে চাই। কিন্তু মান রক্ষা করা প্রয়োজন। কিছু ফন্ট ছোট কিছু বড় মিলিয়ে দেখতে বেশ দৃষ্টিকটু লাগে, এবং ফন্ট সাইজ ঠিক করাও যাচ্ছে না। অন্য বইয়ে এই সমস্যা নেই, তাই ধারনা করছি এটা এই বইয়ের সমস্যা।
Read all reviews on the Boitoi app