গল্পটির মূল চরিত্র কলেজ পড়ুয়া এক ছাত্রকে কেন্দ্র করে। সে সাভার ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র। তার নানা বাড়ির একটা অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। প্রথমে সে তার বাবা মার সাথে অনুষ্ঠানে যেতে চায় না, তবে সে যখন শুনে বাড়িতে গিয়ে সবাই মজা করছে তখন সে আর বাসায় থাকে না। হুট করেই বেরিয়ে পড়ে নানা বাড়ির উদ্দেশ্য। বারটা ছিলো বৃহস্পতিবার। স্বভাবতই ভিড়টা বেশি থাকে এ দিন অন্যান্য দিনের তুলনায়। জ্যাম ঠেলে যখন সে আস্তে আস্তে সামনে অগ্রসর হচ্ছে এমন সময় পিকআপে থাকা অনেকের সাথে তার কথা হয়। গাড়ি না পাওয়ায় তাকে পিকআপেই উঠতে হয়েছিল, তবে তার বাড়ি যাওয়া চায়। পথিমধ্যে একজন ডাক্তার সেই পিক-আপে উঠেন। তাদের মধ্যে নানা বিষয় নিয়ে আড্ডা চলে। ডাক্তার সাহেবে দেশের নামকরা পিজি হাসপাতালের ডাক্তার। গাড়ি থেকে স্ট্যান্ডে নামার পর তারা আধ ঘন্টা মতো একসাথে ছিলো। পরবর্তীতে কি হয়েছিলো তাদের সাথে, তারা ভালো মতো বাড়িতে পৌঁছাতে পেরেছিলেন কি না- এ সব ঘটনার আদ্যোপান্ত জানার জন্য পড়তে হবে গল্পটি।