‘যে হাল ছেড়ে দেয় কেবল সেই পরাজিত। বাকি সবাই বিজয়ী।’ ৭০০ বছরেরও বেশি সময় ধরে অনাবিস্কৃত থাকার পর, একটি নগরীর চূড়ান্ত জিজ্ঞাসাগুলির উত্তরসম্বলিত এক পাণ্ডুলিপি উদ্ঘাটিত হল। কয়েক শতাব্দী আগে, আক্রা নগরীতে আগ্রাসনের প্রাক্কালে এর নাগরিকেরা এক জায়গায় জড়ো হলো। একটি লোক তাদের সামনে দাঁড়াল আর তাদের ভয় ভীতিগুলোকে তার সঙ্গে ভাগ করে নেয়ার জন্য আহ্বান জানাল, যাতে সে তাদেরকে কিছুটা হলেও আশা ও প্রশান্তি এনে দিতে পারে। সাহসিকতা, নিঃসঙ্গতা, আনুগত্য এবং ব্যর্থতা’র ওপর লোকটির অসাধারণ অন্তর্দৃষ্টিগুলো লিপিবদ্ধ হলো এবং প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হতে থাকল। ‘আক্রায় পাওয়া পাণ্ডুলিপি ব্যক্তি-মানুষের বিকাশ, নিত্যদিনের প্রজ্ঞা ও সুখানুভ‚তির প্রকৃতি অন্বেষণে একটি চিরন্তন এবং শক্তিশালী পদক্ষেপ হয়ে টিকে থাকবে।
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বই
Read all reviews on the Boitoi app