ষড়ঋতুর দেশ বলা হয় বাংলাদেশকে। প্রতি দুই মাস নিয়ে আমাদের দেশে প্রকৃতিকে ছয়টি ঋতুতে ভাগ করা হয়। প্রকৃতির সাথে তার রূপবৈচিত্র্যের সাথে মিলিয়েই এগুলোর নামকরণ করা হয়েছে। যদিও প্রকৃতির উপর মানুষের নানা অবিচারে ফলে প্রকৃতি আজ বিরূপ হয়ে উঠেছে। তার কাছ থেকে আজ আর আগের মতো সেই প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো পুরোপুরি পাওয়া যায় না। বইয়ের সব কবিতার মধ্যে প্রাচীন বাংলার একটি চিত্র ফুটে ওঠে। আধুনিক কবিদের কবিতায় কমবেশি কবির উপলব্ধি চাওয়া পাওয়ার ছবি দেখা যায়। ফলে সেই দিনগুলোর সাথে আজকের দিনের একটি ব্যবধান রেখাও বের করা সহজ হয় এর মধ্যে দিয়ে। এতে প্রকৃতি প্রেমিকদের জন্য পুরানো দিনগুলোর ছবি আগামীর জন্য স্বপ্ন হয়ে উঠতে পারে।