বটগাছতলায় বসে ভূতের গল্প হচ্ছিল। ভূত কি তা সহ্য করতে পারে? না জানি কতক্ষণ বসে তাদের গল্প শুনেছে। ভূত স্বয়ং উপস্থিত ছিল তাদের গল্পের মধ্যে। ভূতকে নিয়ে এলোমেলো মন্তব্য হচ্ছিল। গল্পের সময় অন্য কোনো কিছু টেরই পাওয়া যায়নি। এ জন্যই তো ভূত তাদের দিকে এভাবে তেড়ে আসে। এই ভূত থাকে জাহাজ কারখানায়। ভূতটার বিস্তারিত লিখেছেন ওমর বিশ্বাস।
হুম ভালোই লাগলো বইটা পড়ে
Read all reviews on the Boitoi app