কবিতা একটি হৃদয় স্পন্দনের নাম। কবিরা তাদের সুন্দর সুন্দর ভাষা দিয়ে হৃদয়ের আবেগকে মিশিয়ে কবিতাকে তুলে ধরেন। তারা নিরলস পরিশ্রম করে একটি কবিতা তৈরি করে। কবিতায় কবিতায় কবিতা কানন ভরে ওঠে। এর পিছনে রয়েছে অনেক শৈল্পিক কারুকাজ। অলংকারে সাজানো হয় কবিতা পরম আন্তরিকতায়। কবিতা হয়ে ওঠে হৃদয়ের প্রতিচ্ছবি। এই কবিতার পিছনে যে বিষয়টি সবচেয়ে বেশি কাজ করে সেটি হলো ছন্দ। কবিতার জন্য ছন্দ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজনীয়ও বটে।