ঢাকা আবং ভারত থেকে দুইজন ডাক্তার গ্রামে আসেন তাদের কাজ মানসিক ভারসাম্যহীন রোগীদের নিয়ে রিসার্চ করা। মাতবরের ছেলে মানসিক রোগী। তাই তাকে সঙ্গে নিয়ে যেতে এসেছেন। নেওয়ার আগে তার অতীত গল্প শুনেন।মাতবরের ছেলে গ্রামের এক চুড়িওয়ালীকে ভালোবাসে, এটা মাতবর জানতে পারেন। নিজের সম্মানের কথা ভেবে তিনি বেদেবহর গ্রামছাড়া করেন। মাতবরের ছেলে ভালোবাসার মানুষকে না পেয়ে মনে আঘাত পায়। এই আঘাত থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এই গল্প নিয়ে রচিত হয়েছে নাটক ভাঙন।