আকাশে ভেসে বেড়ানো গুচ্ছ মেঘের যেমন একটি গল্প আছে,তেমনি একাকি ভেসে বেড়ানো মেঘেরও একটি গল্প আছে। ছোটবেলায় অদিতি সেই গল্প খুঁজে বেড়াতো মেঘের সাথে মেঘের নৈকট্য দেখে। তারেক হেসে ফেলে নায়লার ওই কথায়। নায়লা মুগ্ধ হয়ে তারেককে দেখতে থাকে। সাদেক, অদিতি যে মুহূর্তে নিজেদের ছাড়িয়ে নেয়ার প্রস্তুতি শুরু করে; সেই মুহূর্তে তারেক, নায়লা কাছে আসার স্বপ্ন দেখা শুরু হয়।পৃথিবীটা বড়ই অদ্ভুত, একদিকে ভাঙনের সুর অন্যদিকে মিলনের শয্যা গড়ে। এখনো অদিতি মেঘের গায়ে গায়ে ওর সেই গল্পগুলো খুঁজে বেড়ায়। সাথে ওর সেই প্রিয়জন।
ভীষণ সুন্দর গল্প। খুব ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
কষ্ট পেয়েছি.... সাদেক এর কারনে. শেষ পর্যন্ত আশা ছিল হয়তো ব্যাক করবে.
চমৎকার বই, অল্প সময়ে পড়ে শেষ করলাম।