একটি নষ্ট সমাজের উপাখ্যান। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মূলত দুই বাল্যবান্ধবী—সায়রা ও সাবা। তাদের ঘিরে আবর্তিত হয়েছে আরও কিছু চরিত্র। একজন উচ্চবিত্ত পরিবারের সদস্য, অন্যজন নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বাসিন্দা। বলা হয়ে থাকে, শারীরিক শুচিতা ও অশুচিতার বেড়াজাল ভাঙার ক্ষেত্রে সমাজের এই দুই শ্রেণির অবস্থান প্রায় সমপর্যায়ে। এই দুটো শ্রেণিতে নিয়ম না মানাটাই যেন এক ধরনের নিয়ম। গল্পের শুরু দার্জিলিংয়ের মনোরম পটভূমি থেকে, যা ধীরে ধীরে বিস্তার লাভ করেছে সুদূর নাগারাজ্যের প্রবেশদ্বার মণিপুরের পাহাড়ি এলাকায়—যেখানে সভ্যতা এখনও সাবালকত্ব লাভ করতে পারেনি। গল্পের কেন্দ্রীয় চরিত্র দুজনই উঠতি বয়সী মেয়ে, যারা নিজেদের যাপিত জীবনের কষাঘাতে জর্জরিত। তাদের চলমান জীবনের যাবতীয় সমস্যার আবর্তে তারা হরদম ঘুরপাক খাচ্ছে। সমস্যার সমাধানের ক্ষমতা তাদের কাছে ক্ষীণ; তাদের কাজ শুধু টিকে থাকা। এমনই এক অক্লান্ত চেষ্টার ভিন্ন দুটো আবহের কাহিনী এগিয়েছে সমান্তরালে। দুজনই কাছের মানুষদের বিভৎস চেহারা দেখে বিভ্রান্ত। জীবনের প্রবল ঘাত-প্রতিঘাতের মাঝে সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন তাদের আরো বিপর্যস্ত করে তুলেছে। এই নিয়েই রচিত হয়েছে তিনকাহন।
"এক বসায় শেষ করলাম।পুরোটা সময় গল্পের কাহিনী আঁটকে রেখেছে।শেষ হওয়ার আগ অবধি দুরুদুরু বুকে শুধু অপেক্ষা করে গেছি,এরপর কী হয় দেখার জন্যে।অর্থ আর ক্ষমতার মোহ মানুষকে কত নিচে নামাতে পারে,তার ছোট্ট দুইটা প্রমাণ আইমান আর মনোয়ারা।এদের মতো কীটগুলো যেমন পৃথিবীতে বিষাক্ত করে রাখে,তেমনি শ্রাবণী,আড়ং,সাবা কীংবা ঝিলামের মতো কিছু মানুষের ভালোবাসার বারীধারায় পৃথিবী হয়ে ওঠে রঙে-রসে পরিপূর্ণ।ষড়যন্ত্র ক্ষণিক জয়ী হলেও ভালোবাসার শক্তির কাছে তা বরাবরই পরাভূত;যদিও বিজয় নিশান উড়াতে অনেক রক্ত,অনেক অশ্রু ঝরাতে হয়_শেষ হাসিটা বরাবরই সত্যের,সুন্দরের।"
Nice
Read all reviews on the Boitoi app
দারুণ
ভালোই
এই নিয়ে ৩য় বার পড়া শেষ করলাম।ঝিলাম-সাবা অস্থির ঝুটি।বারসাত-সায়রা,আরবায-জারা ওদের ঝুটি গুলো ও সুন্দর।তবে ঝিলাম অন্য রকম প্রিয় একটা চরিত্র এই বইয়ে🥰। আর লেখিকার লেখার প্রশংসা নাই করলাম বরং দুয়া করি আল্লাহ ওনার কলমের জোর আরো বাড়িয়ে দিক🤲 অনেক ভালোবাসা থাকবে রুবি আপুর জন্য।সেই সাথে আপুর কাছে আবদার আরো বেশি বেশি ই-বুক এ বই দিবেন ইনশাআল্লাহ।
❤️❤️❤️
Osadharon morsheda apu manei notun kichu valo kichu,and jar theke kono valo dik nirdeshona pawa jay emon jinis
বইটা খুবই সুন্দর ছিল 🥰🥰🥰
আপুর লিখায় কি জাদু আছে!মুগ্ধ করায়, প্রতীক্ষা করায় তারপর সব শেষে একটা হালকা ভালো অথচ তীব্র ভালোলাগার রেশ এসে ছুঁয়ে যায়।আপু আপনার জন্য শুভকামনা আর দোয়া রইলো।ভালোবাসা অবিরাম।💕
এই খন্ডটা দারুণ হয়েছে।
এক বসায় শেষ করলাম।পুরোটা সময় গল্পের কাহিনী আঁটকে রেখেছে।শেষ হওয়ার আগ অবধি দুরুদুরু বুকে শুধু অপেক্ষা করে গেছি,এরপর কী হয় দেখার জন্যে।অর্থ আর ক্ষমতার মোহ মানুষকে কত নিচে নামাতে পারে,তার ছোট্ট দুইটা প্রমাণ আইমান আর মনোয়ারা।এদের মতো কীটগুলো যেমন পৃথিবীতে বিষাক্ত করে রাখে,তেমনি শ্রাবণী,আড়ং,সাবা কীংবা ঝিলামের মতো কিছু মানুষের ভালোবাসার বারীধারায় পৃথিবী হয়ে ওঠে রঙে-রসে পরিপূর্ণ।ষড়যন্ত্র ক্ষণিক জয়ী হলেও ভালোবাসার শক্তির কাছে তা বরাবরই পরাভূত;যদিও বিজয় নিশান উড়াতে অনেক রক্ত,অনেক অশ্রু ঝরাতে হয়_শেষ হাসিটা বরাবরই সত্যের,সুন্দরের।