ভূমিকা এ এক অসাধারণ জীবনের গল্প। গল্পটা নরেন্দ্র মোদির। ভারতের এবারের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সমর্থিত প্রধানমন্ত্রী পদপ্রার্থী। ২০১৪ সালের নির্বাচন অনেক কারণে গুরুত্বপূর্ণ। মার্চ ১৯৭৭-এর ঐ ঐতিহাসিক নির্বাচনের পর এটাই ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচন। ১৯৭৭ ঐ নির্বাচনে ইন্দিরা গান্ধি পরজয়বরণ করেন। তবে সেই নির্বাচনে ৬০ ভাগ ভারতীয় দেখেনি কারণ তাদের বয়স পঁয়ত্রিশের কম। এবারের নির্বাচন তরুণদের নির্বাচন। তারাই ঠিক করবে দেশের ভবিষ্যত। যাই হোক, মোদি একইসাথে জঠিল এবং সরল চরিত্রের অধিকারী। বইয়ের কাজ শুরু করার প্রথমদিকে ব্যাপারটা আমাকে বেশ ঝামেলাতেই ফেলেছিল। কিন্তু তার সাথে থাকতে থাকতে বুঝতে পারলাম একইসাথে তিনি দৃঢ়, কঠোর ও শান্ত স্বভাবের মানুষ। তার সাথে আমি অনেকগুলো নির্বাচনী প্রচারণায় গিয়েছিলাম। সপ্তাহের পর সপ্তাহ ধরে তার সাক্ষাৎকার নিয়েছি, ব্যস্ত মোদির প্রতিদিনের জীবন দেখেছি। ধীরে ধীরে নরেন্দ্র মোদির ভেতরের ছবিটা আমার কাছে পরিষ্কার হয়েছে। সেই ছবিটাই এই বইয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি। সাধারণ ইন্টারভিউ এ মত ব্যাপারগুলোতে আগ্রহ নেই মোদির। মাঝে মাঝে যা দিয়েছেন তার সবগুলোই সীমিত কিন্তু আমাদের কথাবার্তা সবসময়ই ছিল দিল-খোলা টাইপের। এর আগে বোধহয় কোনো সাংবাদিক বা লেখকের এমন সুযোগ হয়নি। কথা বলার সময় স্বাভাবিকভাবেই অনেক স্পর্শকাতর ব্যাপার উঠে এসেছে। তার প্রথমজীবন,ক্যারিয়ারের উত্থান-পতন থেকে শুরু করে ২০০২ এর সাম্প্রদায়িক দাঙ্গা, কোনোকিছুই বাদ যায়নি বোধহয়। কোনো ধরনের প্রশ্ন বা আলোচনাতেই বাধা ছিল না। কোনোরকম রাখ-ঢাক ছাড়াই কথা বলেছেন মোদি। সব পরিস্থিতিতে কেন কোন সিদ্ধান্ত নিয়েছিলেন সবকিছুই বলেছেন খোলাখুলি।
রাজনৈতিক উদ্দেশ্যে লেখা এই বই। সহজেই বোঝা যায়।
Read all reviews on the Boitoi app