অহনা বলছে,‘বাবা, এটা কি পদ্মা সেতু? কত বড় এটা, বাবা?’ আমার চোখ তখন ঝাপসা হয়ে আসছে। আমি দীর্ঘ পদ্মা সেতু দেখি না! আমার চোখের সামনে তখন অবন্তীর মায়াময় মুখ! অহনা আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে উত্তরের আসায়। কিছুক্ষণ পর আমার গলাটা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে, ‘বাবা; বাবা, কাদঁছো কেন!’ আমি অনুভব করি আমার চোখের জলে ভিজে যাচ্ছে অহনার ছোট্ট কাঁধ। ওর কোমল চিবুক বেয়ে নেমে আসছে কান্নার ধারা। বাবা-মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে নিরবে কাঁদতে থাকি!
দারুণ
Read all reviews on the Boitoi app
বইটি পড়তে ইচ্ছুক