পৃথিবী ধ্বংসের ২১ বছর পরের এক মধ্যরাতে সিভিলিয়া ডোমের স্কাউট জিহান এবং তার ইন্টার্ন ত্রিনা খুজে পায় একটি হার্ড ডিস্ক, যার উৎপাদন বন্ধ হয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের ঠিক কিছুদিন আগে। কৌতুহলের কাছে হার মেনে হার্ড ডিস্ক থেকে সত্য খুজে বের করার উদ্যোগ নেয় জিহান, ত্রিনা আর তার বন্ধুরা। কি হয়েছিল আজ থেকে ২১ বছর আগে? কেন আজ পৃথিবীর ৯৫% জনসংখ্যা বিলুপ্ত? একে একে উদয় হতে থাকে এমন সব সত্য তাদের সামনে, যার জন্য প্রস্তুত থাকে না তারা। ধীরে ধীরে এমন কিছু মহাশক্তির অস্তিত্ব আবির্ভাব হতে থাকে, যা শুধু জিহানের নিজের জন্যই হুমকি হয়ে দাঁড়ায় না, হুমকি হয়ে দাঁড়ায় তার আপনজনের জন্য।সময়ের জালে আটকে যেতে থাকে একে একে সবকিছু। সুখী পরিবারটিকে ছিন্নভিন্ন হওয়ার হাত থেকে রক্ষা করতে একমাত্র তার প্রবল ইচ্ছেশক্তিই থেকে যায় বাকি। পারবে কি জিহান আসন্ন এই ভয়ানক পরিস্থিতির মোকাবেলা করতে? পারবে কি জিহান সত্যকে অন্বেষণ করতে এবং একই সাথে সবাইকে রক্ষা করতে অজানা বিপদ থেকে, শুধুমাত্র নিজের প্রবল ইচ্ছেশক্তির উপর নির্ভর করে? নাকি সৃষ্টির অপরিকল্পিত অবিনশ্বর শক্তির কাছে হার মেনে দগ্ধ হবে সে এক হাজার সূর্যের নিচে?