নিজের ভেতরটা আমরা কতটুকুই বা দেখি। যেটুকু দেখি সেটুকুও দেখি অন্যের চোখ দিয়ে। তারপর একদিন হঠাৎ নিজের চোখ দিয়ে যখন নিজেকে দেখে ফেলি তখন আবিষ্কার করি একজন সম্পূর্ণ নতুন মানুষ। অবাক হয়ে ভাবি এই মানুষ কি এত দিন ভেতরেই ছিল, না কি জীবনের ঘাত-প্রতিঘাতে ধীরে ধীরে এই রূপান্তর!